শ্রদ্ধেয় অধ্যক্ষবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সিইডিপি শীর্ষক প্রকল্পের অধীনে কলেজ শিক্ষার মানোন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে। তার অংশ হিসেবে কলেজে বিদ্যমান আইসিটি সুযোগ সুবিধাদির বিষয়ে তথ্য নেয়া প্রয়োজন। বর্ণিত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একটি তথ্যছক প্রেরণ করা হলো। প্রেরিত ছকে চাহিত তথ্য পূরণ করে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে পিডিএফ ফাইল করে cedp.spo.planning@gmail.com ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
Professor Md. Shameem Ahsan Khan
Senior Program Officer (Planning)
College Education Development Project (CEDP)
Phone (Office): 02-55138528
Baseline Survey on Science, Technology and ICT education at Honours level of colleges